টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম


টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম


সময় আমদের কাছে কর্জ স্বরুপ সময় মুল্যমান অনেক জানিয়ে দেয়া হয়, কিন্তু এই মুল্য কিভাবে শোধ করা যায় এটা নিয়ে বিস্তারে অনেকেই বলে না।

সময় কিভাবে ব্যাবহার করা যায়, এটা নিয়ে আমাদের ছোট থেকে শেখানো উচতি ছিল। সে প্রায় যখন আমাদের বয়স থাকে তিন থেকে চার তখন থেকে। ব্যাক্তিগত ভাবে আমি প্রচুর সময় নষ্ট করি। এরপরেও যা বেচে থাকে, কিভাবে ব্যাবহার করলে আরো বেশী অবসর কাটান যায় তার ভাবনা থেকেই টাইম ম্যানেজমেন্ট নিয়ে ঘেটেঘুটে দেখছিলাম।

ব্রায়ান ট্রেসি এর টাইম ম্যানেজমেন্ট নিয়ে লেখাজোকা আছে। অনেকে দেখলাম বাংলাতে অনুবাদ করে ফেলেছেন।

আমি মুসলমান। আমার টাইম ম্যানেজমেন্ট আমার ধর্মের নিয়মের মধ্য হতে হবে। খুজে পেতে পেলাম টাইম ম্যানেজমেন্ট উইথ ইসলাম জনাব আহমেদ ফারুকের লেখা। কোরআন হাদিস দিয়ে সুন্দর আলোচনা করেছে উনি।

অন্যান্য সমসাময়িক বা আগের দার্শনিক, লেখক, গবেষক সবার সুত্র উল্লেখ করে অল্প স্পেসে কাজের কথা বলেছেন।

ইচ্ছে আছে পরিচত মহলে সবাইকে ধরে ধরে পড়ানোর।

জাযাকাল্লাহু খাইরান।