১৭ সেপ্টেম্বর, ২০১৮ঃ প্রথম জনের গল্পঃ

রাতের কয়েকটা পহর থাকে, বা প্রহর । একেক প্রহরে একেক ধরনের চিন্তা ভাবনা ভর করে । ভর রাত্রে একলা লাগে, শেষ রাতে উদাস লাগে, ধর্ম ভর করে ।

বারটা বাজতে কয়েক মিনিট আছে । অদ্ভুত । আমি সেকেন্ড কাউণ্ট করতেছি, কিন্তু সেকেন্ড আমাকে পাত্তাই দিতাছে না । আচ্ছা এই সেকেন্ড নামকরণ কিভাবে হল? সেকেন্ডের পর সব মিলি, মাইক্রো, ন্যানো হয়ে যায় । কিন্তু সেকেন্ড সেকেন্ডই থাকে । নামকরণের বিষয়টা রহস্যময় ।

আগে নাম আসে না কার্যকরণ? বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, তো ফল আগে আইল না বৃক্ষ । বিচি আগে আইলে বিচিরে জন্ম দিছে কেডা?

এ দ্বারা বোঝা গেল এখন প্রশ্নোত্থান পর্ব চলে । প্রশ্ন শেষ হবার না, উত্তর শেষ হয়ে গেলেও । তবে এ কারণে জীবন বয়ে চলে । প্রশ্ন প্রবাহে । উত্তর মিলে গেলে জীবনে বেচে থাকার কোন কারণ থাকে না । আর মনে হয় এ কারণে পয়সাওয়ালাদের ভেতরে আত্মধংসের প্রবণতা বেশী । গরীব হলে অনেক প্রশ্নের উত্তর টাকার ভেতরে থাকে । আর ধনী হয়ে গেলে সেগুলো অনেক উত্তর আপনা আপনি মিলে যায় । তিন মিনিট আছে । আজকে অফিসের বিষয়ে কিছু লিখব না । থাক না ব্যাস্ততা ব্যাস্ততার আড়ালে ।

#Sailyf