১৮ সেপ্টেম্বর, ২০১৮ঃ

আজ তেসরা আশ্বীন । মাসের তিন দিন হল অশ্ব মাথার উপরে সমাসীন । প্রচন্ড গরমে রোম রোম ঘেমে আকুল । বাংলা মাষের নামকরণ কিভাবে হল জানতে ঘাটছিলাম । আদি রসাত্মক অংশ বাদ দিলে বেশ রোমান্টিক আর কি । ভাদুরে গরমের তেজ, আর কার্তিক আসবে বলে বার্তা পাঠাচ্ছে । চমতকার সময় অসুস্থ হবার । ও হ্যা অশ্বিনী তারার নামে এ বাংলা মাসের নাম । ঘোড়া থাকা অবস্থায় সুর্য বাবু আর তাহার স্ত্রী সংজ্ঞা দেবীর নকুল আর সহদেবের জন্ম হয় । সুর্যের স্ত্রী সংজ্ঞা ভালই । সু রসিক ছিল বেটারা । কিছু নতুন তথ্য মাথাতে ঢোকাতে মন চাইছে । একজাম পরে হবে । আজকে ৫ ডলার হুদাই নষ্ট করলাম । তবে কাল রাতে বেশ কথা হল তাহার সাথে । রাত দুটোর সময় তক পটর পটর করিয়া ঘুম গেছি । অফিসে ঢোকার আগে শান্টীং । যার কোন কুল নেই তারে কিন্তু নকুল বলে না । আজ কয়েকটা ছোট গল্প পড়লাম । ভাষার চলন , মুখেরটা সাহিত্যে এসে বেশ উপকার হয়েছে । তা বলে একবারে মুখের কথা, না তেমন কেমন লাগে ।

তার জন্য বঙ্কিম এর বাকা কথা নিশ্চয় এ আমলের ছেলে পুলে মিম বানিয়ে ছেড়ে মজা লূটত । ইশ চিঠিগুলোর উত্তর করা হচ্ছে না । কাল দেখব খন । ঘোড়ার নামে মাস হলেও মাস কিন্তু লাফিয়ে পার হচ্ছে না । আচ্ছা হিন্দু দেবতাদের গায়ের রঙ সাদা কিউ? এটা কি রেসিজম না? দু একজন ছাড়া তো কারো রঙ কালো ছিল তা পাই নি । তাতে আমার কি? আদার বেপারী লবঙ্গের খবর নিয়ে লাভ কি?

#Sailyf