চৌদ্দ সেপ্টেম্বর, ২০১৮ঃ প্রথমজনের গল্পঃ

দ্বায়িত্ববোধ কেউ ঘাড়ে চাপিয়ে নিতে চায় না, কেবল সহ্যক্ষমতা থাকতে হবে । আর বহন করার মানসিকতা । সকালে অফিসে আসার আগে আমার যত হুড়মুড়িয়ে কাজ বাধে, সেরে আজ খিচুড়ি খেয়ে ভাল মানূষের মত অফিসে ঢুকতেই শুরু । নামাজে গিয়ে ঠান্ডা মাথাতে চিন্তা করে যা পেলাম তা উপরে । আজ ফাইনাল আছে একটা, আবহাওয়া চরম গম্ভীর, না বর্জে না বর্ষে । সেটা নিয়ে চিন্তিত । সকাল থেকে এখনব্দি, পত্রিকা দেখতে পারলাম না । খবর বেশীরভাগ সময় মন খারাপ করে দেয়। তারপরেও এটা অভ্যাস। একটু চোখ বুলিয়ে নেয়া । পড়া তো হয় না । অত ডিটেইলস কে পড়বে? কত কত এপস বের হয়েছে , সেভ করে পরে পড় । সে একটা কথা আছে, সাধু বেটাই মন্ত্র পড়ে, পাঠা বলে, আমার বালে শুনে । পরে আর পড়া হয় না। সংক্ষেপ করতে করতে, নিজেই চিমসে যাচ্ছি আমরা । মিরপুর যাওয়া নিয়ে আসলেই চিন্তিত । আবার স্যারের কাজটা । হয়েও হচ্ছে না । দেখি কি হয় । সময়ের উপরে আমার বিশ্বাস অনেক ।

#Sailyf